পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হল যুবদের সর্বভারতীয় সম্মেলন
-
গণশক্তির প্রতিবেদন
- May 13, 2022 23:50 [IST]
- Last Update: May 13, 2022 23:50 [IST]
পতাকা উউত্তোলনের মাধ্যমে শুরু হল ডিওয়াইএফআই এর ১১তম সর্বভারতীয়
সম্মেলন। পতাকা উত্তোলন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি মহম্মদ রিয়াজ। এর পাশাপাশি
শহীদ বেদীতে মাল্যদান করেন কার্যকরী সভাপতি এএ রহিম,
অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান সব্যসাচী চক্রবর্তী, অভ্যর্থনা কমিটির সম্পাদক পলাশ দাস, ডিওয়াইএফআই এর
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখার্জি।

এর পাশাপাশি শহীদ বেদীতে
মাল্যদান করেন ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিনহা,
এসএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীলোৎপল বসু, এসএফআই এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, সিআইটিইউ'র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সিনহা।

এছাড়াও সায়নদীপ মিত্র, মীনাক্ষি মুখার্জি, প্রীথি সেখর, সঞ্জয় পাসওয়ান, হিমঘ্নরাজ
ভট্টাচার্য, বিজয়, শশীভূষণ, জাবার, নবারুণ দেব, বালাভেলান,
এপি সুর্যারাও, পলাশ ভৌমিক সহ ডিওয়াইএফআই
নেতৃত্ব শহীদ বেদীতে মাল্যদান করেন।

