পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প, ছড়াচ্ছে আতঙ্ক
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 15, 2019 23:52 [IST]
- Last Update: Nov 15, 2019 23:52 [IST]
পশ্চিমবঙ্গের রাজারহাট এবং বনগাঁতে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। এই ক্যাম্প নিয়ে তৈরি হচ্ছে আতঙ্ক। যদিও এই আতঙ্ক একেবারে উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তাঁর দাবি, বিদেশি বন্দিদের জন্যই তৈরি হচ্ছে এই ক্যাম্প। এই মুহূর্তে ক্যাম্প তৈরি হচ্ছে রাজারহাটে। এই ক্যাম্পের পরেই আরেকটি ক্যাম্প তৈরি হবে বনগাঁতে। মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন অপরাধে যুক্ত থাকার জন্য গত বছরে প্রায় ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে প্রায় ১৪০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হলেও এখনও ১১০ জন এই রাজ্যেই বন্দি রয়েছে। তাই তাদের জন্যই তৈরি করা হচ্ছে এই ক্যাম্প। এই বন্দিদের বেশিরভাগই নাইজেরীয় বলে দাবি করেন তিনি।