বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের
-
গণশক্তির প্রতিবেদন
- May 14, 2022 09:28 [IST]
- Last Update: May 14, 2022 09:28 [IST]
ডিওয়াইএফআই ১১তম সর্বভারতীয় যুব সম্মেলনে বার্তা পাঠালেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা বুদ্ধদেব ভট্টাচার্য।
শুক্রবার তাঁর অডিও বার্তা সম্মেলনে পাঠ করেছেন ডিওয়াইএফআই’র সাধারণ সম্পাদক অভয় মুখার্জি। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘‘বর্তমানে আমাদের রাজ্যে এবং দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলন। সেই লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই কর্মীরা রাজ্যর সর্বত্র প্রতিদিন আন্দোলন সংগঠিত করছেন। তাঁদের সংগ্রামকে আমার আন্তরিক অভিনন্দন এবং ডিওয়াইএফআই’র এই সম্মেলনের সমস্ত সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।’