ইডেন টেস্টে আমন্ত্রণ অশোক ভট্টাচার্যকে
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 19, 2019 16:31 [IST]
- Last Update: Nov 19, 2019 16:31 [IST]
ইডেন টেস্ট ঘিরে সৌরভ
গঙ্গোপাধ্যায়ের পরিকল্পনার অভাব নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবার ইডেনের ঐতিহাসিক ম্যাচের
সাক্ষী থাকার জন্য শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানালেন বিসিসিআই
প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ইডেনে চাঁদের হাটের তালিকায় পাওয়া যাবে দেশের প্রাক্তন
অধিনায়কদের, তাতে সুনীল গাভাসকার, দিলীপ বেঙ্গসরকার, মহম্মদ আজহারউদ্দিনের নাম থাকলেও নাম নেই ধোনির। বাংলা দেশের প্রধানমন্ত্রীর
পাশাপাশি আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। ইডেনে টেস্ট অতিথিদের নামের তালিকায়
আরও রয়েছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত, চাঁদু বোরদে, বজরং পুনিয়া, ফারুক ইঞ্জিনিয়ার, অংশুমান গায়কোয়াড়, শান্তা রঙ্গস্বামী, পিভি সিন্ধু, পুলেল্লা গোপীচাঁদ, মেরি কম, অভিনব বিন্দ্রা, এবং কপিল দেব। ইডেন গার্ডেনে ঐতিহাসিক টেস্টে এই তালিকায় যুক্ত হল শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের নামও।
দ্বিতীয় টেস্ট ইডেনে ভারত খেলবে হবে ২২ থেকে ২৬ নভেম্বর।