ট্রাক্টরের ধাক্কায় ভাঙল বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধার
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2022 22:27 [IST]
- Last Update: Jan 16, 2022 22:27 [IST]
নিয়ন্ত্রণ হারানো ট্রাক্টরের ধাক্কায় ধ্বংসস্তূপ চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। কোনোক্রমে প্রাণ বাঁচিয়েছেন বাড়ির অন্যান্য বাসিন্দারা। শনিবার রাত আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেখালিপুর বড়জুমলা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।
এলাকাবাসী সূত্রে খবর, শনিবার রাতে লালগোলা থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল পাথর বোঝাই একটি ট্রাক্টর। বড়জুমলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা মারে সেটি। ট্রাক্টরের ধাক্কায় নিমেষে গুঁড়িয়ে যায় গোটা বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘুমের মধ্যে মৃত্যু ঘটে ৭৭ বছরের বৃদ্ধা অলকা দাসের।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চালকসহ ট্রাক্টরটিকে আটক করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।