অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে উগ্রপন্থীদের গুলির লড়াই, মৃত ৩ উগ্রপন্থী
গণশক্তির প্রতিবেদন
Jun 29, 2020 12:46 [IST]
Last Update: Jun 29, 2020 12:46 [IST]
অনন্তনাগের খুলচোহর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে উগ্রপন্থীদের গুলির লড়াই। মৃত ৩ উগ্রপন্থী। কাশ্মীরের বেশ কিছু জায়গায় নাশকতা চালানোর ছক করছে উগ্রপন্থীরা,এই খবর পেয়েই বিভিন্ন জায়গায় চিরুণি তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশি চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় উগ্রপন্থীরা। শুরু হয় গুলির লড়াই। শেষপর্যন্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের চালানো গুলিতে মারা যায় উগ্রপন্থীরা। মৃত উগ্রপন্থীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। আরও কোথাও উগ্রপন্থীরা লুকিয়ে আছে কিনা তা জানতে তল্লাশি অভিযান চলছে।