ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে আগুন
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 12, 2019 18:07 [IST]
- Last Update: Aug 12, 2019 18:07 [IST]
বিশাখাপত্তনমের
সমুদ্রে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ কোস্টাল জাগুয়ারে ভয়াবহ আগুন।
বিশাখাপত্তনমের সমুদ্রে টহল দেওয়ার সময় আচমকাই জাহাজে বিকট আওয়াজ করে বিস্ফোরণ
হয়। জাহাজ থেকে কালো ধোঁয়ার কুন্ডলী বার
হতে থাকে। ঘটনার সাথে সাথেই দ্রুত সেখানে ছুটে যায় অন্য উপকূলরক্ষী বাহিনীর জাহাজ।
পৌঁছায় ভারতীয় সেনার হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে জাহাজটিতে চারধারে জল দেওয়া চলে।
জাহাজে মোট ২৯ জন নাবিক ছিলেন। যাঁদের মধ্যে ২৮ জনকে উদ্ধার করা গেছে। বাকি একজন
নাবিক নিখোঁজ। তার উদ্দেশ্যে সমুদ্রে চলছে তল্লাশি। এদিকে, ঠিক কী কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয় উপকূলরক্ষী বাহিনীর কাছে। চলছে
তদন্ত।