কৃষি আইন, বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে মহামিছিল শ্রীরামপুরে
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2021 19:05 [IST]
- Last Update: Jan 16, 2021 19:05 [IST]
কৃষি আইন, বিদ্যুত বিল বাতিলের দাবিতে মহামিছিল হল শ্রীরামপুরে। মিছিল শ্রীরামপুর অমূল্যকানন থেকে শুরু হয়ে, জিটি রোড ধরে শ্রীরামপুরের জনবহুল এলাকা, বেল্টিংবাজার, কালিতলা, বটতলা মোড়, ঋষি বঙ্কিম সরণি হয়ে জনবহুল নেতাজী রোড হয়ে আরএমএস ময়দানে শেষ হয়। প্রায় ১০০০০ এর বেশি মানুষ এদিনের মিছিলে যোগদান করেন। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম, রাজ্য কমিটির সদস্য সুদর্শন রায়চৌধুরি, পার্টির হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, প্রমুখ নেতৃবৃন্দ।
ব্যাপক অংশের মানুষ এদিন মিছিল দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমায়। চেনা মুখের সারি দেখতে পেয়ে অনেকে মিছিলে যোগও দেন। চায়ের দোকান থেকে ব্যস্ততম এলাকার প্রতিটি দোকানেই মিছিল দেখতে ভিড় করেন মানুষ।