লহরির আগুনে কৃষি আইনের কপি পুড়িয়ে প্রতিবাদ কৃষকের
-
নিজস্ব প্রতিনিধি
- Jan 13, 2021 21:29 [IST]
- Last Update: Jan 13, 2021 21:29 [IST]
কৃষি আইনের কপি আগুনে পুড়িয়ে লহরি উদযাপন কৃষকদের। দিল্লিতে কৃষি আইনের কপি সেই লহরির আগুনে দিয়ে পুড়িয়ে ফেলে কৃষকরা।
পাঞ্জাবের বিশেষ উৎসব লহরি। বসন্তের শুরুতে ও নতুন ফসল তোলার আগে লহরি উৎসব পালন করেন পাঞ্জাব হরিয়ানার কৃষকরা। বুধবার একদিকে যেমন ৫০তম দিনে প্রবেশ করে আন্দোলন করে ঠিক সেদিনই লহরিও পালন করে কৃষকরা।
টিকরি, গাজীপুর, সিংঘু সীমান্তে সর্বত্রই এদিন আইনের কপি জ্বালিয়ে প্রতিবাদ দেখান কৃষকরা। উল্লেখযোগ্য মঙ্গলবারই তিনটি কৃষি আইনের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিমকোর্ট।