বেসরকারিকরণ বিরোধী দিবস এরাজ্যে পালন করবেন শ্রমিক-কৃষকরা
-
গণশক্তির প্রতিবেদন
- Mar 07, 2021 10:32 [IST]
- Last Update: Mar 07, 2021 10:32 [IST]
নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৬ মার্চ— রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের ঢালাও বেসরকারিকরণের বিরুদ্ধে সারা দেশের সঙ্গে এরাজ্যেও ১৮ মার্চ বেসরকারিকরণ বিরোধী দিবস পালন করবে শ্রমিক ও কৃষক সংগঠনগুলি যৌথভাবে।
এরাজ্যের প্রতিটি রেল স্টেশন, রেলের দপ্তরের সামনে ১৮ মার্চ যৌথ বিক্ষোভে অংশ নেবেন সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির আহ্বানে কৃষক, খেতমজুররাও। শনিবার রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলির অনলাইন সভা থেকে ঘোষণা করা হয়েছে ব্যাঙ্ক-বিমা-রেল-প্রতিরক্ষা সহ দেশের রাষ্ট্রায়ত্ত সম্পদ রক্ষায় চলবে যৌথ প্রতিরোধ।
বেসরকারিকরণের বিরুদ্ধে ১৫ ও ১৬ মার্চ যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা, তাকে পূর্ণ সংহতি সমর্থন জানিয়েছে এরাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। বিমা বেসরকারিকরণের বিরুদ্ধে ১৭ মার্চ সাধারণ বিমা সংস্থার শ্রমিক-কর্মচারী আধিকারিকদের ধর্মঘট, ১৮ মার্চ জীবন বিমা ক্ষেত্রের সর্বভারতীয় ধর্মঘটেও রাস্তায় থাকবে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এদিনের সভায় ছিলেন সিআইটিইউ’র পক্ষে অনাদি সাহু, সুভাষ মুখার্জি, আইএনটিইউসি’র পক্ষে কামারুজ্জামান কামার, এইআইটিইউসি’র পক্ষে উজ্জ্বল চৌধুরি, ইউটিইউসি’র পক্ষে দীপক সাহা, টিউসিসি’র পক্ষে প্রবীর ব্যানার্জি, এইচএমএস’র পক্ষে বিসি পাল রায়, এআইসিসিটিইউ’র পক্ষে বাসুদেব বসু, বেফি’র পক্ষে জয়দেব দাশগুপ্ত, বিএসএনএল কর্মচারী আন্দোলনের পক্ষে অনিমেষ মিত্র, ১২ই জুলাই কমিটির পক্ষে সমীর ভট্টাচার্য প্রমুখ।
উল্লেখ্য, গত ১ মার্চ দিল্লিতে সর্বভারতীয় স্তরে সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির বৈঠকে যৌথ আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। কিষান মোর্চা জানিয়েছে, যৌথ বৈঠকে ঠিক হয়েছে, যৌথ আন্দোলনের জন্য নিয়মিত সমন্বয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। শ্রমিক কৃষকের মধ্যে মৈত্রী, ঐক্য ও সংহতি আরও দৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই জানিয়েছে মোর্চা।