সুপ্রিম কোর্টের তৈরি করা প্যানেলে যোগ দিতে নারাজ আন্দোলনরত কৃষকরা। সুপ্রিম কোর্টের প্যানেল গঠন করার ঘন্টা খানেকের মধ্যে একথা সাফ জানিয়ে দিল ভারতীয় কিষান ইউনিয়ন। তাদের দাবি ওই প্যানেলে যারা আছে তারা সকলেই সরকারের আনা আইনের পক্ষে। প্রসঙ্গত মঙ্গলবারই সুপ্রিম কোর্ট তিনটি কৃষি আইন কার্যকরী করার ওপরে স্থগিতাদেশ দিয়েছে। তারপরেই একটি কমিটিও গঠন করে সুপ্রিম কোর্ট। এছাড়াও কৃষক সংগঠন জানায় তারা আইন নিয়ে কোনো আলোচনা করতে চায়না। কারন তারা আইনে বদল নয় আইন প্রত্যাহার করুক সরকার এই দাবি জানিয়ে এসেছে। সরকারের সঙ্গে আট দফা আলোচনাতে আইন প্রত্যাহারের পক্ষেই সওয়াল করেছে তারা দাবি কৃষক সংগঠনের।