বাইডেনের অভিষেকের প্রাক্ কালে আমেরিকায় ছড়াতে পারে সশস্ত্র বিদ্রোহ
গণশক্তির প্রতিবেদন
Jan 12, 2021 19:21 [IST]
Last Update: Jan 12, 2021 19:21 [IST]
আগামী ২০ জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। সেই অনুষ্ঠানের প্রাককালেই আমেরিকা জুড়ে সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। দেশের ৫০টি যুক্তরাষ্ট্রেই এই বিপদের আঁচ অনুমান করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। যা আরও হিংসাশ্রয়ী হবে বলে আশঙ্কা তাদের। এক গোপন রিপোর্টে এফবিআই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে চলতি সপ্তাহেই এই বিদ্রোহ শুরু হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রব্যাপী। এই কার্যকলাপের পেছনে চরম দক্ষিণপন্থীদের হাত রয়েছে বলে জানিয়েছে এফবিআই।