পার্ক স্ট্রিটের বস্ত্র বিপণিতে আগুন
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 21, 2019 11:56 [IST]
- Last Update: Nov 21, 2019 11:56 [IST]
পার্ক স্ট্রিটের বস্ত্র বিপণিতে
আগুন। বুধবার রাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৭টি ইঞ্জিন।
দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। বুধবার রাত ১২টা নাগাদ
আগুন লেগেছে বলে জানা গেছে। একটি বহুতলের দোতলায় থাকা বস্ত্র বিপণিতে আগুন লাগে।
বস্ত্র বিপণি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেলে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় দমকলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। দরজা ভেঙে দমকলের কর্মীরা ঘটনাস্থলে
পৌঁছানোর চেষ্ট করেন। সেই সময় আগুন ছড়িয়ে পড়ে ওই বস্ত্র বিপনিতে। অবস্থা বেগতিক
দেখে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের আরো ইঞ্জিন। ঘটনাস্থলে মোট সাতটি ইঞ্জিন কাজ করে।
দমলককর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে বলে দমকল সূত্রে জানা গেছে।
শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে দমকলের প্রাথমিকভাবে অনুমান।