মানিকতলায় ব্যাটারি কারখানায় আগুন
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 13, 2021 17:42 [IST]
- Last Update: Jan 13, 2021 17:42 [IST]
বুধবার দুপুরে মানিকতলার এক ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের মোট ১১টি ইঞ্জিন। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন। মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ওই কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রথমে ভোজ্য তেলের গুদামে আগুন লাগে। তারপরই সেখান থেকে ব্যাটারির কারখানায় ছড়িয়ে পড়ে আগুন। আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী রয়েছে।