বন্যা পরিস্থিতির অবনতি কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ুর, খানিকটা উন্নত মহারাষ্ট্রের পরিস্থিতি
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 10, 2019 16:58 [IST]
- Last Update: Aug 10, 2019 16:58 [IST]
দক্ষিণ ভারতের চার রাজ্যে বৃষ্টির জেরে বিপর্যস্ত জন জীবন। কেরালাতে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৮ শনিবার তা বেড়ে দাঁড়ায় ৪২। প্রায় ১ লক্ষ মানুষকে ৯৮৮টি ত্রাণ শিবিরে সরিয়ে আনা হয়েছে।
কর্ণাটকেও টানা বৃষ্টিতে ধস নেমেছে বহু এলাকায়। পার্বত্য অঞ্চলে নামছে হরপা বান। গত সপ্তাহ পর্যন্ত প্রায় ২৪ জনের মৃত্যু হয়েছে বৃষ্টিতে। ১০২৪ গ্রাম ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। কারওয়ার স্টেশনের কাছে রেল লাইন সরে যাওয়ায় সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।
শনিবার খানিকটা উন্নত হয়েছে মহারাষ্ট্রের বন্যা পরিস্থিতি। কোলাপুর ও সাংলি এই দুই জেলাতেই সব থেকে বেশি পরিমাণ ক্ষতি হয়েছে। গত এক সপ্তাহে বৃষ্টির কারণে প্রায় ২৯ জন মারা গিয়েছে। ২.৮৯ লক্ষ মানুষ রয়েছে ত্রাণ শিবিরে। প্রায় ১ লক্ষ হেক্টর জমি বন্যার জলে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যদিও শুক্রবার রাত থেকে বৃষ্টি কমায় জল নামতে শুরু করেছে বিভিন্ন এলাকা থেকে।
তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। অন্ততপক্ষে ৫ জন মারা গেছে এবং প্রায় কয়েক হাজার মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। নীলগিরি ও কোয়েম্বাটোরে প্রবল বৃষ্টিপাতের জেরে অমরাবতী, নয়েল ও ভবানী নদী ফুঁসতে শুরু করেছে।