খাদ্য আন্দোলন শহীদ সমাবেশের প্রস্তুতি
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 11, 2019 21:44 [IST]
- Last Update: Aug 11, 2019 21:44 [IST]
‘আত্মহত্যা পথ নয়, বাঁচতে গেলে লড়াই চাই, কৃষক তুমি আওয়াজ তোলো, লুটের টাকা ফেরত চাই, গ্রামে গ্রামে ২০০ দিন কাজ ও ৩৭৫ টাকা মজুরি চাই, কৃষকের ফসলের লাভজনক দাম চাই’ এই দাবিতে আগামী ৩১ আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবসে রানি রাসমণি রোডে সমাবেশ সফল করতে কর্মীসভা করল কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়ন। হাওড়া জেলা কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে উলুবেড়িয়া নোনা হাই স্কুলে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় শতাধিক কৃষক ও খেতমজুর উপস্থিত হন। কর্মীসভায় বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার, জেলা কৃষক সমিতির সম্পাদক পরেশ পাল, খেতমজুর ইউনিয়নের সভাপতি সন্তোষ অধিকারী, সম্পাদক অশোক দলুই, হুগলী জেলা কৃষক সমিতির সম্পাদক ভক্তরাম পান। সভা পরিচালানা করেন জেলা কৃষক সমিতির সভাপতি কার্তিক দলুই। অমল হালদার বলেন, ১৯৫৯ সালে খাদ্য আন্দোলনকে দমন করতে পুলিশ ৮০জনকে পিটিয়ে হত্যা করেছিল। প্রতিবছর রাজ্যের মানুষ এই দিনটিকে গণআন্দোলনের শহীদ দিবস হিসাবে পালন করে। বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর কৃষক ও খেতমজুরদের জীবনে অনেক পরিবর্তন আসে। ভূমিহীন কৃষককে জমি বিলি, বর্গাদারদের স্বার্থ রক্ষা করা, পঞ্চায়েতী ব্যবস্থার মাধ্যমে মানুষের অধিকার সুনিশ্চিত করেছিল। কিন্তু বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর গ্রামীণ জীবনের অর্থনীতি ক্রমশ দুর্বল হয়েছে। কেন্দ্র সরকারের কৃষিনীতির ফলে কৃষিতে আজ সঙ্কট নেমে এসেছে। কিন্তু এব্যাপারে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল দুই সরকার উদাসীন। সার, ডিজেল, বিদ্যুত সহ সমস্ত কৃষি উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু ফসলের দাম নেই। ফলে ২০১১ সালের পর থেকে রাজ্যে ২১৫ জন কৃষক আত্মহত্যা করেছে ঋণের জালে জড়িয়ে। রাজ্যের শিল্পে ও কাজ নেই। এসএসসি বন্ধ। টেটে দুর্নীতি ও দলবাজি হচ্ছে। তাহলে বেকার যুবকেরা যাবে কোথায় ?
অন্যদিকে, কেন্দ্র সরকার লাভজনক শিল্পগুলিকে বিক্রি করতে শুরু করে দিয়েছে। নদী সহ দেশের প্রাকৃতিক সম্পদকে বেসরকারিকরণ করছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রতিনিয়ত দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। রামের নামে স্লোগান দিয়ে মানুষকে তাদের মূল সমস্যা থেকে সরিয়ে রাখছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আগামী ৩১ আগস্ট কৃষক আত্নহত্যাকারী পরিবারগুলিকে সাথে নিয়ে রানি রাসমণি রোডে যোগদান করার আহ্বান জানান তিনি।