আজ আবার গঙ্গাসাগর নিয়ে শুনানি
-
-
- Jan 08, 2021 02:39 [IST]
- Last Update: Jan 08, 2021 03:00 [IST]
করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার জন্য কী কী সুরক্ষাবিধি কার্যকর করছে রাজ্য তা হলফনামা দিয়ে শুক্রবারের মধ্যে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসারের সঙ্গে বসে মুখ্যসচিবকে লিখিত আকারে আসন্ন মেলার সুরক্ষাবিধি ব্যবস্থার কথা জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিসন বেঞ্চ।
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের ওই মেলায় প্রচুর দর্শনার্থী আসেন। করোনা আবহে তা কতটা যুক্তিযোগ্য তা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে হাইকোর্টের দাখিল এক মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন, যদি আদালত মনে করে রাজ্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি তাহলে ওই মেলা বাতিল করা হতে পারে। বিচারপতি তাঁর মন্তব্য বলেন, মনে রাখতে হবে, ছট পুজো আর গঙ্গাসাগর মেলা এক নয়। এই মেলায় লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে।
বিশাল জন সমাগমের জন্যই এই সময় সেখানে সংক্রমণ ছড়ানোর একটা বাড়তি আশঙ্কা রয়েছে। মানুষের জীবন আগে, পরে মেলা বা উৎসব। এটাই বারংবার মন্তব্যে বলছে আদালত। এই প্রসঙ্গে ডিভিসন বেঞ্চ ইতিমধ্যে একটা পরামর্শ দিয়েছে। বলা হচ্ছে, নদীর জল প্যাকেটে করে নিয়ে দর্শনার্থীদের মাথায় তা ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। সকলের একসঙ্গে একটা নির্দিষ্ট সময়ে স্নানের প্রয়োজন পড়বে না। এবছর অবশ্য দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন গঙ্গাসাগরের নির্দিষ্ট স্নানের সময় ‘ডিজিট্যাল স্নান’—এর বন্দোবস্ত রাখছে।
আগে থেকে আবেদন করলে সেখানকার পুজোর সামগ্রী থেকে সাগরের জলও বাড়ি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। তবে তার জন্য দিতে হবে নির্দিষ্ট অর্থ। তবে জনসমাগম বেশি হতে থাকলে তখন কী করে আগতদের মধ্যে করোনা দূরত্ববিধি কার্যকর করা যাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। যাই হোক, শুক্রবার বেলা দুটোর সময় গঙ্গাসাগরে মেলা নিয়ে আবার হাইকোর্টে শুনানি হবে। হয়ত আগামীকালই মিলবে রায়দান।