শিলিগুড়িতে লক আউট হলদিয়া গ্যাস সিলিন্ডার কারখানা
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 09, 2019 21:24 [IST]
- Last Update: Aug 09, 2019 21:24 [IST]
পুজোর আগে শিলিগুড়িতে লক আউট হলদিয়া গ্যাস সিলিন্ডার কারখানা। কর্মহীন সাড়ে তিনশো শ্রমিক।
অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে গেট তালাবন্ধ অবস্থায় দেখতেপায়। তালা বন্ধ গেটেই লাগানো ছিল লক আউট নোটিস। শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়িতে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার মুখোমুখি অবস্থিত হলদিয়া গ্যাস সিলিন্ডার কারখানা।
বৃহস্পতিবার রাতেই মালিকপক্ষ এই নোটিস লাগিয়ে দিয়ে যায় বলে অনুমান শ্রমিকদের। ওইদিন গতকালও কারখানায় তারা কাজ করেছেন বলে জানায় শ্রমিকরা।
কারখানা কর্তৃপক্ষের দাবি তেল উৎপাদনকারী সংস্থা সিলিন্ডার তৈরিতে হ্রাস টেনেছে। নতুন করে কোনও সিলিন্ডার নিচ্ছেনা। সিলিন্ডার বানানোর জন্য নতুন করে নির্দেশ না আসায় মাঝপথেই কারখানার উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে শ্রমিকদের দাবি প্রতিবারই চুক্তিপত্রে স্বাক্ষরের আগে নানা রকম টালবাহানা শুরু করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এইবারে সরাসরি লক আউট নোটিস জারি করেছে কর্তৃপক্ষ।