সমীক্ষা চলবে জ্ঞানবাপীতে, আরও দুই কমিশনার নিয়োগ করল আদালত
-
-
- May 13, 2022 00:04 [IST]
- Last Update: May 13, 2022 03:00 [IST]
বিতর্কের কারণেই বন্ধ হয়ে গিয়েছিল সমীক্ষার কাজ। কিন্তু বৃহস্পতিবার বারাণসীর এক আদালত নির্দেশ দিল সমীক্ষা চলবে কাশীর জ্ঞানবাপী মসজিদে। শুধু তাই নয়, সমীক্ষার কাজে আদালত-নিযুক্ত অ্যাডভোকেট কমিশনারকেও সরানো হবে না। তবে এই কাজে অজয় মিশ্র ছাড়া আরও দুজন আইনজীবীকে কমিশনার হিসাবে নিয়োগ করেছে আদালত। সমীক্ষা শেষ করে তার রিপোর্ট ১৭ মের মধ্যে আদালতে পেশ করতে হবে।
গত মাসে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদ চত্বরে থাকা এক ‘হিন্দু মন্দিরে’ সারা বছর পুজাপাঠের অনুমতি চেয়ে মামলা দায়ের করেন। দেবী শৃঙ্গারগৌরীর ওই মন্দিরে এখন বছরে চৈত্র মাসে একবারই মন্দিরে পুজোর সুযোগ মেলে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালত সমীক্ষা চালিয়ে এব্যাপারে ১০ মের মধ্যে রিপোর্ট দিতে বলেছিল। কিন্তু সমীক্ষার প্রথম দিনই উত্তেজনা ছড়ায়। পরে বিক্ষোভের মুখে সমীক্ষা স্থগিত রাখা হয়। মসজিদ কমিটির তরফে মসজিদের মধ্যে ভিডিওগ্রাফিতে আপত্তি ও বাইরে বিক্ষোভের কারণে শেষ পর্যন্ত সমীক্ষার কাজ করা যায়নি।
মসজিদ কমিটি আদালত নিযুক্ত কমিশনার অজয় মিশ্রের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলে। পক্ষপাতিত্বের অভিযোগে নিযুক্ত কমিশনার অজয় মিশ্রের অপসারণ চেয়ে আদালতে যায় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তবে আদালত কমিশনার বদলের আরজি খারিজ করে দিয়েছে। তিনদিন ধরে সওয়াল জবাব শেষে আদালত বৃহস্পতিবার জানিয়ে দেয় অজয় মিশ্রও থাকবে, সমীক্ষাও চলবে। বরং দ্রুত সমীক্ষা শেষ করে রিপোর্ট দেওয়ার জন্য তাঁর সঙ্গে কমিশনার হিসাবে আরও দুজন বিশাল কুমার সিং ও অজয় সিংকে কমিশনার হিসাবে জুড়ে দিয়েছেন। জেলা আদালতের সিভিল জজ রবি কুমার দিবাকর একই সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছে, সমীক্ষায় বাধ পড়লে এফআইআর দায়ের করতে।
অনেকেই মনে করছেন, এই মামলাকে কেন্দ্র করে বারাণসীতে অযোধ্যার মতো পরিস্থিতি তৈরি হওয়া অসম্ভব নয়। জ্ঞানবাপী মসজিদ বরাবরই বিশ্ব হিন্দু পরিষদ সহ সঙ্ঘের বিতর্কিত কর্মসূচির মধ্যে রয়েছে। অযোধ্যায় বাবরি মসজিদের পাশাপাশি কাশী ও মথুরার মসজিদ নিয়েও তারা বহু বছর ধরে বিতর্ক ছড়িয়ে চলেছে। বাবরি ধ্বংসের পর এদের স্লোগান হলো, ‘এতো সিরফ ঝাঁকি হ্যায়, কাশী, মথুরা বাকি হ্যায়।’ অযোধ্যার মন্দির-মসজিদ বিতর্কের মূলেও ছিল বিতর্কিত স্থানে অর্থাৎ মসজিদ চত্বরে পূজাপাঠের অনুমতি চেয়ে এক মামলাই। এবার কাশীর জ্ঞানব্যাপী ঘিরে সেই ছকেই এগচ্ছে সঙ্ঘ।