এএসআই সংরক্ষিত সমস্ত সৌধ খুলছে ৬ জুলাই থেকে
-
গণশক্তির প্রতিবেদন
- Jul 02, 2020 21:21 [IST]
- Last Update: Jul 02, 2020 21:21 [IST]
আনলক ২ পর্বে খুলে যাচ্ছে এএসআই সংরক্ষিত সমস্ত সৌধ। যার মধ্যে রয়েছে তাজ মহল, লাল কেল্লা। এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যদিও এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি আবশ্যক। দেশে এএসআই সংরক্ষিত সৌধের সংখ্যা ৩,৬৯১। লকডাউনে গত ১৭ মার্চ বন্ধ করে দেওয়া হয় সেগুলি। যদিও জুনের শুরুতে ধর্মীয় আচরণ পালন করার ৮০০টি সৌধ খুলে দেয় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।এবার বাকি সৌধ খোলার কথা বৃহস্পতিবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। টুইটারে সে কথা লিখলেন তিনি।
তবে মন্ত্রক এও জানিয়েছে, খোলার পরেও সৌধ, ইমারতগুলোয় পর্যটকদের স্বাস্থ্য মন্ত্রক দ্বারা জারি করা করোনা-বিধি মেনে চলতে হবে। যেমন মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বিধি মানতে হবে।