আজ জিতলেই এসিএলে সবুজ মেরুন
-
-
- Feb 22, 2021 10:13 [IST]
- Last Update: Feb 22, 2021 10:13 [IST]
এটিকে মোহনবাগান এবং তাঁদের স্বপ্ন। ব্যবধানটা কমতে কমতে এসে দাঁড়িয়েছে একটা জয়ে। সোমবার সেই জয় পেলেই ভারতের দ্বিতীয় ক্লাব হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র পাবে এটিকে মোহনবাগান। লিগ টেবলের হিসাব বলছে মাত্র দু’পয়েন্ট পেলেই মুম্বাই সিটি এফসি’র ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সবুজ মেরুন। সোমবার অ্যান্তোনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। এখনও অবধি লিগ টেবলের যা পরিস্থিতি তাতে হায়দরাবাদেরও প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে। তাই তাঁরাও এই ম্যাচ জেতার জন্যেই ঝাঁপাবে। সবটা জেনেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান। আর হবে নাই বা কেন। লিগ যত শেষের দিকে এগিয়েছে ততই নিজেদের সেরা ফর্মে খেলতে শুরু করেছেন সবুজ মেরুন ফুটবলাররা। শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে জয়। শেষ ম্যাচে একতরফা খেলে উড়িয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলকে। আর সবথেকে বড় কথা, আইএসএলের প্রথম থেকে যে স্বপ্নের পিছনে ছুটে চলেছে এটিকে মোহনবাগান, সোমবার সেই স্বপ্ন সত্যি করার দিন। সবুজ মেরুনের দীর্ঘ ইতিহাসে নতুন সোনালী অধ্যায় রচনার দিন। আর তাই সোমবার পয়েন্ট নষ্ট করে, সেই স্বপ্ন ছুঁতে দেরি করতে রাজি নয় এটিকে মোহনবাগান।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রবেশের থেকে একটা জয় দূরে দাঁড়িয়েও বাস্তবের মাটিতেই দাঁড়িয়ে আছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তিনি পরিষ্কার বলছেন, তাঁর দলে এই মুহূর্তে অতিরিক্ত আত্মবিশ্বাসের কোন জায়গাই নেই। হায়দরাবাদ ম্যাচের আগে হাবাস বলছেন, ‘হায়দরাবাদের বিরুদ্ধে আত্মতুষ্টির কোনও জায়গাই নেই। ওদের দল বেশ ভালো। বেশ ভালো মানের ফুটবলাররা আছেন। তার থেকেও বড় কথা ওদের কোচ বেশ ভালো। হায়দরাবাদের দলের রক্ষণ এবং আক্রমণের ভারসাম্য দারুণ। ওরা এবারের আইএসএলে বারবার চমক দিয়েছে। আমাদের জয়ের বিষয়ে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী কখনই নয়।’ আইএসএলের ইতিহাসে প্রথম দু’টি বড় ম্যাচের দু’টিতেই জয় পেয়েছে এটিকে মোহনবাগান। এই দু’টি জয়ের মধ্যে স্প্যানিশ কোচের কাছে স্পেশাল কোনটা? হাবাস বলছেন, ‘দুটি ম্যাচেই আমরা তিন পয়েন্ট পেয়েছি। তবে এই ম্যাচটা বেশি স্পেশাল। কারণ লিগ শেষের দিকে চলে এসেছে। এখন জয়টা অনেক বেশি জরুরি ছিল।’ গত ম্যাচে চোট পেয়েছিলেন মার্সেলিনহো। তবে এটিকে মোহনবাগান কোচ জানিয়ে দিলেন মার্সেলিনহোর চোট এমন কিছু গুরুতর নয়। ইস্টবেঙ্গল ম্যাচের পর মাত্র ৪৮ ঘণ্টার বিশ্রাম তারপরেই নামতে হচ্ছে হায়দরাবাদ ম্যাচে। সমস্যা হলেও অজুহাত দিতে রাজি নন হাবাস। দলের আক্রমণভাগের মূল অস্র্র রয় কৃষ্ণকে নিয়ে হাবাস বলছেন, ‘গত মরসুমেও ও আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল। এবারও তাই। আর ওই লিগে রয়ই সেরা ফুটবলার।’
আইএসএলে আজ
হায়দরাবাদ এফসি – এটিকে মোহনবাগান
সন্ধ্যা সাড়ে ৭টা