আম্পায়ার্স কল : আইসিসি’র বৈঠকে আলোচনা
-
-
- Mar 25, 2021 06:08 [IST]
- Last Update: Mar 25, 2021 06:08 [IST]
ডিশিসন রিভিউ সিস্টেমের (ডিআরএস) বেশকিছু নিয়ম নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে বেশকিছু সিদ্ধান্ত আঁতসকালের তলায়। এক ম্যাচে সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দরের আউটের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সফট সিগন্যাল আউট থাকায় প্রযুক্তির সাহায্য নিয়েও সেই সিদ্ধান্তেই অটল থাকেন তৃতীয় আম্পায়ার। যদিও রিপ্লে-তে পরিষ্কার ধরা পড়েছে, দু’টি ক্ষেত্রেই সিদ্ধান্ত ব্যাটসম্যানের পক্ষেই যাওয়ার কথা। তেমনই দীর্ঘদিন ধরেই লেগবিফোরের ক্ষেত্রে ‘আম্পায়ার্স কল’ নিয়ে সমালোচনা চলছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক আম্পায়ার্স কলকে তুলোধনা করেন। তাঁর পরিষ্কার কথা, আম্পায়ার্স কল আরও বেশি জটিলতা তৈরি করছে। উইকেটে বল লাগলে আউট, কতটা লাগল সেটা বিচার্য হওয়া উচিত নয়।
ভারত অধিনায়কের এমন মন্তব্য নতুন নয়। এবার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও। আগামী ৩০ মার্চ আইসিসি’র পরবর্তী বৈঠক। বর্তমান মুখ্যকার্যনির্বাহী আধিকারিক মনু সোয়ানির ভবিষ্যতের পাশাপাশি ‘আম্পায়ার্স কল’-র ভবিষ্যৎ নিয়েও সেই বৈঠকে আলোচনা হবে। প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি নিয়মের পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রভাবশালী ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআই’কে জানিয়েছেন, ‘এ সপ্তাহের শেষেই আইসিসি’র দীর্ঘ বৈঠক শুরু হতে চলেছে। বোর্ড মিটিংয়ের পাশাপাশি মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের নিয়েও বৈঠক হবে। আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে, আম্পায়ার্স কলও।’ সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয় আইসিসি ক্রিকেট কমিটি। শোনা যাচ্ছে, বেশকিছু দেশের পাশাপাশি ভারতীয় বোর্ডের তরফেও আম্পায়ার্স কল তুলে দেওয়ার বিষয়টিতে সম্মতি জানানো হয়েছে।