কোনও ভারতীয় সেনাই আটক নেই, বলল চীন
-
সংবাদ সংস্থা
- Jun 20, 2020 11:33 [IST]
- Last Update: Jun 20, 2020 03:00 [IST]
কোনও ভারতীয় সেনাই চীনের হাতে আটক নেই। শুক্রবার একথা জানিয়েছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। নয়াদিল্লির তরফে অবশ্যও জানানো হয়েছে, তিনদিন টানা আলাপ-আলোচনা চলার পর দুই মেজর জেনারেল পর্যায়ের অফিসার সহ ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীন।
বৃহস্পতিবারই ভারতীয় সেনাবাহিনীও জানিয়েছিল যে পূর্ব লাদাখের গালওয়ান সংঘাতে যুক্ত সমস্ত সৈন্যদেরই খোঁজ পাওয়া গিয়েছে। যদিও নানা মহল থেকে খবর ছড়ানো হচ্ছিল যে সেদিনের সংঘাতের পর বেশ কয়েকজন ভারতীয় সেনাকে আটক করে রেখেছে চীন। এদিন এক সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে ঝাও জানান, ‘‘তিনি যতদূর জানেন যে কোনও ভারতীয় সেনাকেই আটকে রাখেনি চীন।’’ তিনি এদিনও জানান, ‘‘উত্তেজনা প্রশমনে কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে ভারত-চীন উভয়পক্ষই। এর থেকে বেশি তথ্য তাঁর কাছে নেই।’’ তিনি বলেন, ‘‘দ্বিপাক্ষিক সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয় চীন। ফলে আশা করা যায় ভারতও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার স্বার্থে চীনের সঙ্গে সহমতের ভিত্তিতে এগিয়ে যাবে।’’
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের অস্থায়ী সদস্য হিসাবে জয়ী হওয়া প্রসঙ্গে ঝাও জানান, ‘‘রাষ্ট্রসঙ্ঘের সনদ মেনে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। স্থায়ী সদস্য হিসাবে চীন এই প্রশ্নে সমস্ত সদস্যের সঙ্গে আরও সহযোগিতা বাড়াতেই ইচ্ছুক।’’
এদিকে, গালওয়ান সংঘাতের পর লেহ এবং শ্রীনগরে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিগুলি প্রস্তুত রাখা হচ্ছে, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া দু’দিন ধরে ওই ঘাঁটিগুলি পরিদর্শন করেন। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই প্রস্তুতি বলে এদিন সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে। এরই সঙ্গে ভাদুরিয়া বায়ুসেনা বাহিনীর অফিসারদের সঙ্গে দু’দিন ধরে বেশ কয়েক দফা বৈঠক করেন। সীমান্তবর্তী বায়ুসেনা ও সেনাবাহিনীর সমস্ত ঘাঁটিগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে বৈঠকে।
এরই সঙ্গে সেনাবাহিনী সূত্রে এদিন বলা হয়েছে যে, পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সঙ্গে ভারত-চীন সীমান্ত সংঘাতের কোনও সম্পর্ক নেই। ফলে লাদাখের পরিস্থিতির সঙ্গে কাশ্মীর উপত্যকায় সীমান্তের ওপারের মদতপুষ্ট সন্ত্রাসবাদী হামলার যোগসূত্র টানা সঠিক হবে না।