সিরিজের শুরুতেই তাল কাটলো বৃষ্টিতে
-
-
- Aug 09, 2019 12:04 [IST]
- Last Update: Aug 09, 2019 03:00 [IST]
গায়ানা, ৮ আগস্ট — ইংল্যান্ড, আমেরিকার পর ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি পিছু ছাড়ছে না কোহলিদের। টি২০ সিরিজেও বৃষ্টি সমস্যায় ফেলেছিল। তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি। ম্যাচ শুরু হয় অনেক দেরিতে। অনেকটা সময় নষ্ট হওয়ায় ওভার কমাতে বাধ্য হন আম্পায়াররা। ঠিক হয়, ৪৩ ওভারের ম্যাচ হবে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আবহাওয়া এবং ডাকওয়ার্থ লুইস নিয়মের কথা ভেবেই এই সিদ্ধান্ত। টসের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারও জানান, টসে জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন।
দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেলেন শ্রেয়স আইয়ার। বাদ পড়লেন লোকেশ রাহুল। বোলিং লাইন আপে ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামির সঙ্গে তৃতীয় পেসার হিসেবে জায়গা পেলেন খলিল আহমেদ।
পিচের আর্দ্রতা এবং আবহাওয়াকে কাজে লাগিয়ে অনবদ্য শুরু করেন ভারতীয় পেসাররা। মেডেন দিয়ে শুরু করেন ভুবনেশ্বর কুমার। যদিও ৫.৪ ওভারে ফের বৃষ্টি নামে। ক্রিস গেইল এবং এভিন লুইসের ওপেনিং জুটি ক্রিজে। সেসময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর মাত্র ৯/০। দীর্ঘ সময় বন্ধ থাকে ম্যাচ। বৃষ্টি কমলে মাঠ শুকোনোর কাজে নেমে পড়েন কর্মীরা। কাঠের গুড়ো ছড়ানো হয়। স্থানীয় সময় দুপুর ১টা নাগাদ জানানো হয়, ম্যাচ হবে। ফের ওভার কমে। এবার ঠিক হয়, ৩৪ ওভারের ম্যাচ হবে। প্রথম পাওয়ার প্লে ৭ ওভারের।
ফের ম্যাচ শুরু হতেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইস। আক্রমণের জন্য বাঁ হাতি পেসার খলিল আহমেদকেই মূলত বেছে নেন তিনি। খলিলের প্রথম ওভারে ওঠে ১৫ রান। উলটোদিক থেকে কুলদীপ যাদবকে আক্রমণে আনেন কোহলি। ভারতীয় ইনিংসে ব্রেক থ্রু দেন কুলদীপই। মন্থর ব্যাটিং করছিলেন ক্রিস গেইল। সাম্প্রতিক ম্যাচগুলিতে দেখা গিয়েছে, শুরুতে মন্থর ব্যাটিং করেন গেইল এবং পরের দিকে গিয়ার বদল করেন। এদিন ৩০ বলে মাত্র ৪ রান করেছিলেন গেইল। কুলদীপের ওভারে আক্রমণ করতে চান। নিজের ৩১তম বলে তুলে মারতে গিয়েছিলেন। যদিও বল অনেকটা নিচু হয়ে আসছিল। গেইল ব্যাটের ভেতরের দিকে লেগে উইকেট ছিটকে দেয়। শেই হোপ ক্রিজে যোগ দেন। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৩তম ওভারে ফের বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার সময় তাদের স্কোর ৫৪/১।