৬২ আরোহী নিয়ে জাভা সাগরে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার বিমানের হদিশ মিলেছে বলে দাবি ইন্দোনেশিয়ার। রবিবার সাগর থেকে শ্রীবিজয়া এয়ারের বেশকিছু ধ্বংসাবশেষ ও কারো শরীরের টুকরো পাওয়ার দাবি করেছে উদ্ধারকারীরা। উদ্ধারকারী দলগুলি দ্বীপে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আরোহীদের মধ্যে কেউ বেঁচে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সময় শনিবার বিকেলে জাকার্তা থেকে পশ্চিম কালিমন্থান প্রদেশের প্যান্টিয়ানকে যাওয়ার বিমানের কয়েক মিনিট পরে বিমানটি নিখোঁজ হয়েছিল।