কোচবিহারে ইন্দোর-কামাখ্যা এক্সপ্রেস আগুন
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 16, 2019 16:39 [IST]
- Last Update: Nov 16, 2019 16:39 [IST]
আচমকাই স্টেশনে দাঁড়িয়ে থাকা
ট্রেনের ইঞ্জিন থেকে ঘন কালো ধোঁয়া। বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে
কোচবিহারের জোড়াই স্টেশনে। জানা গিয়েছে আজ, শনিবার, কোচবিহারের জোড়াই স্টেশনে আপ
ইন্দোর-কামাখ্যা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়েছিল কিন্তু আচমকাই ইঞ্জিন থেকে ধোঁয়া
বেরোতে থাকে। ধোঁয়া দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ট্রেন থেকে নেমে পড়ার হিড়িক লাগে ভয়ে। খবর পেয়ে ঘটনা স্থলে কোচবিহার এবং তুফানগঞ্জ
থেকে ছুটে আসে দমকলের ২টো ইঞ্জিন। এরপর
কয়েক ঘন্টার প্রচেষ্টাতে ইঞ্জিন থেকে আগুন নেভোনো হয়। গোটা ঘটনায় বেশ
কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে আসাম- বাংলা ট্রেন চলাচল।