পার্ল হারবারে গুলিতে হত ৩
হনলুলু ও নয়াদিল্লি, ৫ ডিসেম্বর— পার্ল হারবারে গুলি চলার ঘটনায় নিহত হয়েছেন ৩জন। বুধবার হামলাটি হয়। জনৈক মার্কিন নৌসেনা ৩ জনকে গুলি করে। অকুস্থলে ২জনের মৃত্যু হয়। আহত হন একজন। নৌসেনাও আত্মঘাতী হন। গুলি চলার ফলে নৌ ঘাঁটি বন্ধ রাখা হয়। খোলে কয়েক ঘণ্টা পর। ঘাঁটিতে ১০টি জাহাজ বিধ্বংসী, ১৫টি ডুবোজাহাজ এবং যুদ্ধবিমান থাকে। সামনেই ইতিহাস প্রসিদ্ধ মার্কিন ঘাঁটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বোমা বর্ষণের ৭৮ বর্ষপূর্তি।...