বিশ্বজুড়ে নার্সদের শুভেচ্ছা বিজয়নের
-
-
- May 12, 2022 23:59 [IST]
- Last Update: May 13, 2022 03:00 [IST]
আন্তর্জাতিক সেবিকা দিবস’-এ বিশ্বের সমস্ত নার্সকে অভিনন্দন জানালেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হয়েছে এই দিনটি। বিজয়ন বলেন, ‘‘কোভিড মহামারী মোকাবিলায় সাহসের সঙ্গে লড়েছেন নার্সরা। গর্বের বিষয় হলো, মালয়ালী নার্সরা শুধু কেরালায় নয়, বিশ্বজুড়েই মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। কোভিডের সময় তাঁরা দারুণ কাজ করেছেন।’’ নার্সদের অধিকারের পক্ষেও সওয়াল করেন বিজয়ন। একইসঙ্গে তিনি জানান, তাঁর সরকার নার্সদের আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কর্মক্ষেত্রে যাতে তাঁরা সবসময় সুষ্ঠু পরিবেশ পান, সেই দিকেও নজর দিচ্ছে এলডিএফ সরকার। —পিটিআই