আজ আইপিএলের মিনি নিলাম
-
-
- Feb 18, 2021 10:30 [IST]
- Last Update: Feb 18, 2021 10:30 [IST]
চেন্নাই শহরে বৃহস্পতিবার বসতে চলেছে আসন্ন আইপিএলের নিলাম। তার আগে সব ফ্র্যাঞ্চাইজিই কম বেশি হোমওয়ার্ক সেরে ফেলেছে। এই নিলামে বড় মুখ হতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল, সাকিব আল হাসান, ক্রিস মরিস, মইন আলিদের মতো তারকারা। মোট ২৯২ জনকে নিয়ে এই মিনি-নিলাম হতে চলেছে। তার মধ্যে ১৬৪জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন, বিদেশির সংখ্যা ১২৫। আইসিসি’র সহযোগী দেশগুলির হয়ে খেলা তিন ক্রিকেটারের নামও থাকছে নিলামে। নিলামের আগে কিংস ইলেভেন পাঞ্জাব তাদের দলের নাম পালটে পাঞ্জাব কিংস করে দিল। নিলামে সর্বোচ্চ ব্যালেন্স পড়ে আছে তাদের মানিব্যাগেই(৫৩.২ কোটি)। কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে অবশিষ্ট ১০.৭৫ কোটি। সাকিব আল হাসান, মইন আলি, গ্লেন ম্যাক্সওয়েলরা নিজেদের বেস প্রাইস রেখেছেন দু’কোটি টাকা করে। নজর থাকবে তামিলনাড়ুর বিধ্বংসী ব্যাটসম্যান শাহরুখ খানের দিকেও।
বাংলার সাত ক্রিকেটার জায়গা পেয়েছেন নিলামে। তাঁদের মধ্যে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, প্রয়াস রায়বর্মণ, আমির গনি, বিবেক সিং, সায়ন ঘোষ, আকাশদীপ।