এনআরসি’র বিরুদ্ধে আন্দোলন তীব্র করার ডাক মহিলা সম্মেলনে
-
নিজস্ব প্রতিনিধি
- Nov 18, 2019 13:48 [IST]
- Last Update: Nov 18, 2019 03:00 [IST]
জলপাইগুড়ি, ১৭ নভেম্বর— বিজেপি’র সঙ্গে বোঝাপড়া করেই তৃণমূল এনআরসি চালুর ছক কষছে। এনআরসির প্রশ্নে বিজেপির পাশাপাশি তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা মহিলারা প্রথম সারিতে থেকেই এনআরসির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলব। রবিবার জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দানে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে একথা বলেন সংগঠনের রাজ্য সভানেত্রী অঞ্জু কর।
সভায় সভাপতিত্ব করেন সাধনা সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্যনেত্রী কুমকুম চক্রবর্তী, জলপাইগুড়ি জেলা সম্পাদিকা রীনা সরকার, সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক বিপুল সান্যাল প্রমুখ। সমাবেশে এদিন অঞ্জু কর বলেন, এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে মহিলারাও পথে নেমেছে। আমরা এনআরসি চালু করতে দেব না। এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার মানুষের মনে আতঙ্ক তৈরি করছে। ইতিমধ্যেই এনআরসির আতঙ্কে জলপাইগুড়ি জেলা সহ রাজ্যে অনেকে মারা যাচ্ছেন বা আত্মহত্যা করেছেন। আমরা এনআরসি চালু করতে কিছুতেই দেব না। আকাশছোঁয়া দ্রব্যমূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম প্রতিদিনই বেড়ে চলেছে। সরকারিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনও উদ্যোগ নেই। কৃষক ফসলের দাম পাচ্ছে না। শ্রমিক কৃষক খেতমজুর সহ সাধারণ মানুষের জীবনজীবিকার স্বার্থে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। রাজ্যের অস্থির পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, রাজ্য সরকার মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। রাজ্যে প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মহিলাদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে রাজ্যজুড়েই।
এদিন অঞ্জু কর বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মানুষের দৃষ্টি ঘোরাতেই ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে আমরা। যে যার ধর্ম পালন করুন, অসুবিধা নেই কোনও। তবে যারা ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়েই আমরা গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব। দেশের বেকারদের সমস্যার কথা তুলে ধরে এদিন অঞ্জু কর বলেন, রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ করার ফলে মানুষ নতুন করে কাজ হারাচ্ছে। বেকারি বাড়ছে। দারিদ্র বাড়ছে। দেশের গড় উৎপাদন কমছে। এসব থেকে নজর ঘোরাতেই কখনও ধর্ম আবার কখনও বা যুদ্ধ নিয়ে বিজেপি-তৃণমূল রাজনীতি করছে। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের নীতি একই। এই দুই সরকারের জনস্বার্থবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে গতি বাড়াবার আহ্বান জানান তিনি ।
এদিন জলপাইগুড়ি শহরের এক বেসরকারি ভবনে সপ্তদশ জলপাইগুড়ি জেলা সম্মেলনের সূচনা হয়। প্রকাশ্য সমাবেশের আগে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সোমবার পর্যন্ত চলবে এই সম্মেলন।