জলপাইগুড়ি জেলা শাখার জেলা সন্মেলন পালন
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 17, 2019 20:30 [IST]
- Last Update: Nov 17, 2019 20:30 [IST]
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখার উনবিংশতিতম জেলা সম্মেলন ১৬-১৭ নভেম্বর। দুইদিন ব্যাপী জেলা কর্মচারী ভবন অজয় মুখোপাধ্যায় মঞ্চে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন কমরেড অনুপ বিশ্বাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সম্পাদক। সম্মেলন পরিচালনা করেন কমল ভট্টাচার্য, অনিতা বর্মণ, আশিষ দত্তকে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী। সম্পাদকীয় প্রতিবেদন উত্থাপন করেন গৌরাঙ্গ রায়, যুগ্ম সম্পাদক। আয়ব্যয়ের হিসাব পেশ করেন অমিত বোস, কোষাধ্যক্ষ। সম্মেলনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আগামী ৮ জানুয়ারি, ২০২০ ধর্মঘটের সমর্থনে, সমকাজে সমবেতনের দাবি সহ ৫টি প্রস্তাব গৃহীত হয়। প্রতিবেদনের উপর ৩৬ জন প্রতিনিধি আলোচনা করেন। সম্মেলনে ২০৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে অমিতাভ বোসকে সভাপতি, মনোজিৎ দাসকে সম্পাদক, স্বপন রায়কে যুগ্ম সম্পাদক ও দেবব্রত সান্যালকে কোষাধ্যক্ষ করে ৪১ জনের একটি শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়।