চেন্নাইয়ে ধরা পড়ল জেএমবি’র সদস্য
-
গণশক্তির প্রতিবেদন
- Sep 10, 2019 19:39 [IST]
- Last Update: Sep 10, 2019 19:39 [IST]
জামাতুল মুজাহিদিন বাংলাদেশ
(জেএমবি) সন্ত্রাসবাদী গোষ্ঠীর আর এক শীর্ষ নেতাকে মঙ্গলবার ভোররাতে চেন্নাই থেকে
গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত ওই সন্ত্রাসবাদীর নাম
আসাদুল্লা শেখ ওরফে রাজা (৩৫)। পূর্ব বর্ধমানের বাসিন্দা আসাদুল্লা শেখ’কে এদিন
ভোররাতে চেন্নাইয়ের থোরিয়াপক্কনমে একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই
বাড়িতে মাস তিনেক ধরে ভাড়া ছিল আসাদুল্লা। চেন্নাইয়ের আলান্দুর আদালতে আসাদুল্লাকে
মঙ্গলবার পেশ করে ট্রানজিট রিম্যান্ডে রাতে কলকাতায় আনা হচ্ছে।
স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা
গেছে,
আসাদুল্লা আদপে বর্ধমানের ভাতারের বাসিন্দা। বর্ধমানে
খাগড়াগড় বিস্ফোরণের পর থেকে জেএমবি’র বর্ধমান-বীরভূম-মুর্শিদাবাদের সব সদস্যরা পশ্চিমবঙ্গ
থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয়। গা ঢাকা দেওয়া বাকি সদস্যদের মধ্যে
আসাদুল্লার নাম বারেবারে আসছিল। সে বীরভূমের জেএমবি মডিউলের নেতা ইজাজের সমসাময়িক।
ইজাজ আহমেদের মতোই সে মঙ্গলকোটের শিমুলিয়া মাদ্রাসায় পড়ত বলে জানা গেছে। পরে
সেখানেই সে কাজ করতে থাকে প্রশিক্ষক হিসাবে।