front right back left top bottom
৩ মাঘ ১৪২৭ রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
জাতীয়
বিহারের মুজফ্ফরপুরে দলবদ্ধভাবে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় মৃত্যূ হয়েছে এক কিশোরীর। জানা গেছে গত ১১ তারিখ ওই কিশোরীর বাড়িতে ঢোকে চারজন। দলবদ্ধভাবে ধর্ষণ করে কিশোরীর গায়ে আগুন লাগিয়ে চম্পট দেয় তারা। এরপরে হাসপাতালে ভরতি করা হয় কিশোরীকে। তারপর আজ, বুধবার সকালে সে মারা যায়। ঘটনায় চার অভিযুক্তই এখনও ফেরার। এফআইআর দায়ের করেছেন কিশোরীর বাবা, জানান সাব ডিভিসনাল পুলিশ অফিসার রাজেশ কুমার শর্মা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।