কাশ্মীর প্রেস ক্লাব জোর করে দখল সরকার পন্থীদের
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 16, 2022 20:45 [IST]
- Last Update: Jan 16, 2022 20:45 [IST]
পুলিশের সাহায্য নিয়ে কাশ্মীর প্রেস ক্লাব দখল করল সরকারপন্থী একদল সাংবাদিক। প্রেস ক্লাবের নির্বাচিত বোর্ডকে গায়ের জোরে সরিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করতে চাইছে কাশ্মীর প্রশাসন। এর আগে কাশ্মীর প্রেস ক্লাবের রেজিস্ট্রেশন সাময়িক রদ করে কাশ্মীর প্রশাসন। কারণ হিসেবে জানায় সিআইডি প্রেস ক্লাবের বিরুদ্ধে তথ্য দিয়েছে। তারপরেই বিতর্কিত ক্ষমতা দখলের চিত্র সামনে আসে।
অন্তর্বর্তী এই বোর্ড জোর করে ক্ষমতা দখলের পরেই প্রেস ক্লাব বন্ধ করে দেয়। করোনার সময়ও খোলা ছিল এই প্রেস ক্লাব। জোর করে কাশ্মীর প্রেস ক্লাবের ক্ষমতা দখলের বিষয়টির জোর নিন্দা করেছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।