কালনায় ফের শুরু ‘আপনজন’র রান্নাঘর
-
গণশক্তির প্রতিবেদন
- Dec 02, 2020 18:39 [IST]
- Last Update: Dec 02, 2020 18:39 [IST]
কালনা শহরের ভাদুড়িপাড়ায় বুধবার থেকে ফের শুরু হলো আপনজনের রান্নাঘর। ইতিপূর্বে ২ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ‘আপনজন’ সংস্থার উদ্যোগে এই রান্নাঘর চলে। ওই সময় প্রতিদিনই দুপুরে রান্না করা খাবার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে বিনা পয়সায় বিলি করা হয়েছিল।

বুধবার এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সূচনা করেন মহিলা নেত্রী অঞ্জু কর। অনুষ্ঠান পরিচালনা করেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা ডাঃ গৌরাঙ্গ গোস্বামী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী, জনা মুখার্জি, স্বপন ব্যানার্জি, শিক্ষক নেতা রাধেশ্যাম দাস, নীরব খা, যুবনেতা নেপাল সরকার প্রমুখ।

দ্বিতীয় পর্যায়ের সূচনা কালে অঞ্জু কর বলেন, করোনা আবহে ও লকডাউনের কারণে মানুষ কাজ হারিয়েছেন, শ্রমজীবী মানুষের আয় কমেছে। দুবেলা দু'মুঠো মুখে তোলার মত অন্ন নেই। এই সময়ে বিপন্ন মানুষের পাশে যেভাবে সরকারের দাঁড়ানো প্রয়োজন, সেভাবে রাজ্য ও কেন্দ্র কোনও সরকারই পাশে দাঁড়ায়নি। এই সঙ্কট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনজনকে অভিনন্দন জানাই। এদিন সদ্যপ্রয়াত শিক্ষক নেতা কৃষ্ণনাথ ব্রহ্মচারীর পরিবার-পরিজন সহ কয়েকজন সহৃদয় ব্যক্তি আপনজনের রান্নাঘরে আর্থিক সাহায্য করেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে ডাঃ গৌরাঙ্গ গোস্বামী জানান, আর্থিক সাহায্য নিয়ে মানুষের এগিয়ে আসা দেখে আমরা অভিভূত। সাধারণ মানুষের মতামত নিয়েই এবার মাথাপিছু দশ টাকার বিনিময়ে খাবারের কুপন দেওয়া হচ্ছে।