পুলিশি হামলার প্রতিবাদে কলকাতা জুড়ে ধিক্কার মিছিল
পুলিশের লাঠির কালসিটে দাগটা এখনও পিঠে দগদগ করছে, মানুষের অধিকার, দাবি আদায়ের জেদ তাতে কয়েকগুণ বেড়েছে বই কমেনি। শুক্রবার পুলিশের লাঠিপেটা খেয়েও শনিবার কৈলাস বোস স্ট্রিটের ধিক্কার মিছিলে পথ হাঁটলেন এসএফআই কর্মী স্বস্তিক সরকার।...