গঙ্গাসাগরে স্নান নয়, ই-কিটের নির্দেশ সরকারকে
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 13, 2021 21:33 [IST]
- Last Update: Jan 13, 2021 21:33 [IST]
বুধবার গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে সরকারকে গঙ্গাসাগর স্নান থেকে বিরত থাকার ব্যবস্থা করার নির্দেশ দিল আদালত। পরিবর্তে সরকারকে ই-স্নানের ব্যবস্থা করার কথাও বলে আদালত।
এদিন বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এদিন পশ্চিমবঙ্গ সরকারকে ই- স্নান কিটের ব্যবস্থা করতে বলল। ছোট পাত্রে গঙ্গাসাগরের জল আগত সকলকে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে। যারা দূর থেকে অর্ডার দেবে তাদের কিছু পয়সার বিনিময়ে পৌঁছে দিতে হবে গঙ্গাসাগরের জল। রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন জানান হয়েছে গতবারের তুলনায় এবছর অনেক মানুষ কম এসেছে।