তাহলে কি এবার কলকাতা মেট্রোতেও বেসরকারিকরনের থাবা!
-
গণশক্তির প্রতিবেদন
- Feb 25, 2021 17:00 [IST]
- Last Update: Feb 25, 2021 17:00 [IST]
গোটা দেশে যখন একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরনের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার সেই সময় একটি চাঞ্চল্যকর খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে কলকাতা মেট্রোর ক্ষেত্রে ও বিলগ্নী করণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রকের অধীনে থাকা কলকাতা মেট্রোর অ্যাসেট মনিটাইজেসন সম্পত্তির নগদিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের অন্দরে আলোচনা শুরু হয়েছে বলে বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে। এই বিষয়টি কলকাতা মেট্রোর বিলগ্নিকরণের জল্পনায় আরো মাত্রা যোগ করেছে।
চলতি বছর বাজেটে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী ঘোষণা করেন যে ২০২৪ সালের মধ্যে কৌশল গত বিলগ্নিকরণের মাধ্যমে সরকারের ২ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা।
গোটা দেশে যখন চাকরির অভাব স্পষ্ট তখন সরকারের এই বিলগ্নিকরণ অর্থনীতি বিদদের সমালোচনার মুখোমুখি হয়েছে। কিছু দিন পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিলগ্নিকরনের পক্ষে কথা বলা সাধারণ মানুষকে এক গভীর চিন্তার মুখোমুখি ফেলেছে। সরকারের যখন উচিত মানুষকে রক্ষা করা তখন গুটিকয়েক পরিবারের স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার গোটা দেশের অর্থনীতিকে এক গভীর অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।