উত্তরাখণ্ডে ধসে ভাঙল বাড়ি! নিহত ৩
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 12, 2019 17:19 [IST]
- Last Update: Aug 12, 2019 17:19 [IST]
প্রবল বর্ষণে বইছে জলের স্রোত তার জেরে ভেঙে পড়ল বাড়ি। ঘটনায় রূপা দেবী(৩৫) এবং তাঁর ৯ মাসের শিশু কন্যা নিহত। অন্য আরো একটি বাড়ি ধসে এক ২১ বছর বয়সি মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। টানা বৃষ্টিতে আরো দশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে সংবাদ সংস্থার মাধ্যমে। সংবাদ সংস্থার পক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে বাড়ি ধসের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উত্তরাখণ্ডের চমোলী জেলায়। উদ্ধারের কাজে ঘটনাস্থলে গিয়েছে বিপর্যয় মোকাবিলার দল। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। এই অঞ্চলে বেশ কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে এলাকার বেশ কিছু জায়গায় ভূমি ধসের মতো ঘটনা ঘটেছে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কৃষি জমিও। ক্রমেই এলাকার পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে বলে জানা গিয়েছে।