বিকল্প সরকার গড়ারআহ্বানে তারকেশ্বরেবাম-কংগ্রেসের মিছিল
-
-
- Feb 08, 2021 12:53 [IST]
- Last Update: Mar 08, 2021 03:00 [IST]
কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা বাড়ছে। এই দুই শক্তির বিকল্প হলো বাম-গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি। রবিবার তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারে এক জনসভায় সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব এ কথা বলেন। আগামী বিধানসভা নির্বাচনে এই দুই শক্তিকে পরাস্ত করে বাম-গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার আহ্বান জানান তিনি।
এ দিন বাম-কংগ্রেসের ডাকে ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বানে তারকেশ্বরে একটি কেন্দ্রীয় মিছিল হয়। সর্বনাশা কৃষি আইন বাতিল, কৃষকের বিরুদ্ধে বিজেপি-আরএসএস’র ষড়যন্ত্র ও হামলা, অসহনীয় মূল্যবৃদ্ধি, তীব্র বেকারি, বিভাজনের রাজনীতি এবং দুর্নীতি-কাটমানি বন্ধ করার দাবি জানিয়ে এ দিন বাম-কংগ্রেসের এই মিছিল তারকেশ্বরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল জয়কৃষ্ণ বাজার থেকে শুরু হয়ে পদ্মপুকুর, চাউলপট্টি, তারকেশ্বর স্টেশন রোড, থানা রোড হয়ে ১২ নম্বর বাসরুট ধরে চার কিলোমিটার পথ পরিক্রমা করে আবার জয়কৃষ্ণ বাজারে পৌঁছায়। মিছিলের নেতৃত্বে ছিলেন রবীন দেব, সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, পার্টির নেতা স্নেহাশিস রায়, আব্দুল হাই, মুকুল ঘোষ, তন্ময় জানা প্রমুখ। কংগ্রেসের পক্ষে ছিলেন শৈল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। লাল ঝান্ডায় সুসজ্জিত মিছিল ঘিরে রাস্তার দু’ধারে বহু মানুষ সমবেত হয়েছিলেন। মিছিল শেষে জয়কৃষ্ণ বাজারে সভা হয়। বক্তব্য রাখেন রবীন দেব ও দেবব্রত ঘোষ। সভাপতিত্ব করেন সিপিআই(এম) নেতা স্নেহাশিস রায়।
এদিকে, খানাকুল এক নম্বর ব্লক কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে কৃষি আইন বাতিল, বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কৃষ্ণনগর থেকে রাধানগর জাঠা হয়।
গত শনিবার কেন্দ্রের কৃষি আইন বাতিল কেন্দ্র ও রাজ্য বাজেটের বিরুদ্ধে এবং ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করতে সিপিআই (এম)’র ডাকে কেলেপাড়া মনসাতলা থেকে ভাঙামোড়া ধারাপাড়া পর্যন্ত মহামিছিল সংগঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন পার্টির নেতা স্নেহাশিস রায়, শক্তিমোহন মালিক, অর্চনা মণ্ডল, ফারুক আহমেদ লস্কর ও সন্দীপ সামন্ত প্রমুখ।