মধ্যপ্রদেশে চোরা শিকারির গুলিতে নিহত পুলিশ কর্মী
-
গণশক্তির প্রতিবেদন
- May 14, 2022 21:45 [IST]
- Last Update: May 14, 2022 21:45 [IST]
কৃষ্ণসার হরিণ চোরা শিকারের ঘটনায় নিহত তিন পুলিশ কর্মী। শনিবার সকালে মধ্যপ্রদেশের গুনা জেলার ঘটনা। গুনা জেলার পুলিশ সুপার রাজীব মিশ্র জানিয়েছেন কৃষ্ণসার হরিণ চোরা শিকারিরা প্রচুর অস্ত্র নিয়ে ছিলেন। চোরা শিকারি রুখতে গেলেই পুলিশকে দেখে গুলি চালায় শিকারিরা।
মৃত পুলিশ কর্মীরা হলেন আরন থানার সাব ইন্সপেক্টর রাজ কুমার জাটাও, হেড কনস্টেবল সন্ত কুমার মিনা ও কনস্টেবল নিরজ কুমার ভার্গভ। পুলিশের গাড়ির চালকও এই ঘটনায় আহত হয়েছেন। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।