পুজো কমিটিগুলিকে আয়কর নোটিস, বিরোধীতায় মমতা
-
গণশক্তির প্রতিবেদন
- Aug 11, 2019 19:48 [IST]
- Last Update: Aug 11, 2019 19:48 [IST]
কালো ছায়া
বড় দুর্গাপুজো কমিটিগুলির ওপর। পুজো কমিটিগুলিকে কর সংক্রান্ত চিঠি পাঠালো ইডি।
যাতে বেজায় চটেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নোটিসের প্রতিবাদ ধরনায় বসতে
চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে ধরনায় বসবে
তৃণমূলের বঙ্গ জননী শাখা। এদিন টুইটারে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইডি পুজো কমিটির কর্তাদের জেরা করে খরচের হিসাব ও
টাকার উৎস জানতে চেয়েছিল যেটা সরাসরি মানি লন্ডারিং এর তদন্তের সঙ্গে যুক্ত। ইডি ও
আয়কর যৌথ ভাবে তদন্ত করছে, নোট বাতিল কাণ্ডের
পর থেকেই। তাতে তৃণমূল প্রভাবিত পুজো
কমিটিগুলি জেরার মুখে পড়ার পর থেকেই আগ্রাসী মমতা।