নির্বাচনের প্রথম দিন ঝাড়খণ্ডে মাওবাদী হামলা
-
গণশক্তির প্রতিবেদন
- Nov 30, 2019 12:27 [IST]
- Last Update: Nov 30, 2019 12:27 [IST]
প্রথম দফার নির্বাচনের দিন
ঝাড়খণ্ডে মাওবাদী হামলা। গুমলার পুলিশের তরফে জানা গিয়েছে শনিবার ঝাড়খণ্ড
বিধানসভায় নির্বাচনের প্রথম দফায় ভোট চলা কালিন মাওবাদীরা বিস্ফোরণ ঘটায় গুমলার
বিষ্ণুপুর এলাকায়। বিস্ফোরণে একটি ব্রিজ ভেঙে পড়ে। তবে হতাহতের কোনও খবর পাওয়া
যায়নি। বিঘ্ন ঘটেনি ভোটগ্রহণ প্রক্রিয়াতে। এলাকায় পুলিশের এবং নিরাপত্তারক্ষীরা
হামলাকারী মাওবাদীদের ধরার চেষ্টা করতে তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত কাউকে
গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঝাড়খণ্ডের ৬ জেলার ১৩ বিধানসভা
দিয়ে এদিন শুরু হয়েছে ভোট গ্রহণ।
এদিন প্রথম দফায় ভোট যে
কেন্দ্রগুলিতে হচ্ছে তার মধ্যে রয়েছে, চাতরা, গুমলা, বিষুণপুর, লোহারদাগা, লাতেহারের কেন্দ্র। এদিন ভোট চলাকালিন মাওবাদীরা
বিস্ফোরণ ঘটায় গুমলার বিষ্ণুপুর এলাকায়।