আমেদপুরে জনরোষের কবলে তৃণমূল কার্যালয়
-
গণশক্তির প্রতিবেদন
- Apr 08, 2021 14:34 [IST]
- Last Update: Apr 08, 2021 14:34 [IST]
বীরভূমের আমেদপুরে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের ওপর অত্যাচার নামিয়ে এনেছে তৃণমূল বাহিনী। সেই রোষই এদিন আছড়ে পড়ল তাদের কার্যালয়ে। উত্তেজিত জনতা বাঁশ, ইঁট নিয়ে বৃহস্পতিবার ঝাঁপিয়ে পড়ে তাদের কার্যালয়ে। চলে মুহুর্মুহু ইঁট বৃষ্টি । ভাঙচুর হয় বাইক, গাড়ি। এই ঘটনায় আহত হয় বেশ কিছু তৃণমূল কর্মী।
প্রসঙ্গত, ২০১১ সালের পর থেকে ওই অফিসটিকে কেন্দ্র করে যাবতীয় এলাকা দখলে ঘুঁটি সাজিয়েছিল তৃণমূল। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ওই অফিসটিকে কেন্দ্র করে জমায়েত করা হয় বহিরাগত দুষ্কৃতীদের। সেই বাহিনীর তাণ্ডবে মনোনয়ন জমা দিতে পারেননি কোনো বিরোধী প্রার্থী।
এদিনের ঘটনায় ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রং। মেরুকরণের বাতাবরণ আরো উসকে দিতে তৃণমূল দাবি করেছে এই ঘটনার পেছনে সরাসরি বিজেপির মদত রয়েছে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।