ফের সাতসকালে অগ্নিকাণ্ড শহরে। এবার আগুন লাগল বেহালার বীরেন রায় রোডের সিরিটি কালিতলার একটি প্লাস্টিকের গোডাউনে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। দাহ্য বস্তুর গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। গোটা কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রচুর টাকার। পাশের একটি প্লাস্টিকের কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কী থেকে আগুন লাগলো, তা এখনও পরিষ্কার জানা যায়নি। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, "আগুন আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ আয়ত্তে আসবে বলে মনে করা হচ্ছে। তবে কী থেকে এই আগুন তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে বোঝা সম্ভব নয়। খতিয়ে দেখা হবে ওই কারখানায় আদৌ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কি না।"