ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সতর্ক করলেন মহম্মদ সেলিম
-
গণশক্তির প্রতিবেদন
- May 14, 2022 20:11 [IST]
- Last Update: May 14, 2022 20:11 [IST]
মোদী মমতার মতো শাসকরা ইতিহাসের সঙ্গে সংযোগ ভুলিয়ে দিতে চায়। কোনও জাতি নিজের ইতিহাস না জানলে ইতিহাস তৈরি করা যায়না। একটা গোটা প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দিতে পারলে 'ইস্ট জর্জিয়া' ইউনিভার্সিটি থেকে পাওয়া ডিগ্রিকে হাতিয়ার করে গান্ধীজির রবীন্দ্রনাথকে ফলের রস খাওয়ানোর গল্প মানুষকে বলা যায়, এবং বিশ্বাস করানো যায়। ডিওয়াইএফআই এর ১১তম সর্বভারতীয় সম্মেলন মঞ্চের অদূরে দীনেশ মজুমদারের জায়া জ্যোৎস্না মজুমদারের স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানান প্রাক্তন সর্বভারতীয় যুব নেতৃত্ব মহম্মদ সেলিম।
সেলিম আরও বলেন, ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে দুনিয়া জুড়ে। এটাই উগ্র দক্ষিণপন্থী মডেল। কারণ, ইতিহাস গুলিয়ে দিতে পারলেই মানুষকে ভুল ইতিহাস 'গেলানো' সম্ভব। যেমন তাজ মহলের নীচে তেজো মহালয়ার গল্প শোনাচ্ছে সংঘ পরিবার। আমাদের মনে রাখতে হবে, ইতিহাস বদলানো যায় না। ভালো খারাপ সবটা নিয়েই ইতিহাস। শক্তিশালী ভবিষ্যত গড়তে গেলে ইতিহাসের গৌরবজনক অধ্যায়গুলিকে নিয়ে এগোতে হবে, আর লজ্জাজনক অধ্যায়গুলিকে বর্জন করতে হবে।
সেলিম আরও জানান, দক্ষিণপন্থী রাজনীতি সামাজিক বামপন্থা ধ্বংস করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে লড়াই চালাতে হবে। সামাজিক বামপন্থা শক্তিশালী না হলে সামাজিক দক্ষিণপন্থাকে পরাস্ত করা সম্ভব নয়।
এর পাশাপাশি স্মরণসভায় জ্যোৎস্না মজুমদারের স্মৃতিচারণা করেন বিমান বিসু। উঠে আসে বাংলার উত্তাল যুব আন্দোলনের সময়কালের প্রসঙ্গ। এছাড়াও রবিন দেব, নীলোৎপল বসু প্রমুখ নেতৃত্ব বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন ইন্দ্রজিৎ ঘোষ।