সরদার প্যাটেল স্টেডিয়ামের নাম বদলে হল নরেন্দ্র মোদী স্টেডিয়াম
-
গণশক্তির প্রতিবেদন
- Feb 24, 2021 16:36 [IST]
- Last Update: Feb 24, 2021 16:36 [IST]
রাতারাতি নাম বদলে সরদার প্যাটেল স্টেডিয়াম নাম বদলে হয়ে গেল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সম্প্রতি আহমেদাবাদে মোতেরা ক্রিকেট স্টেডিয়াম আধুনিকীকরণ হয়। বুধবার তারই উদ্বোধন করতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, খেলমন্ত্রী কিরণ রিজিজু এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটি। প্রায় ১,১০,০০০টি আসন সংখ্যা রয়েছে এই স্টেডিয়ামে। বুধবারই এখানে ভারত ইংল্যান্ড ডে-নাইট টেস্ট ম্যাচ শুরু হয়েছে। রাষ্ট্রপতি তার উদ্বোধনী ভাষণে এদিন বলেন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা কালীন এই স্টেডিয়াম তৈরির স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী। সেই সময় গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি আরও বলেন এই স্টেডিয়াম গড়ে ওঠার পেছনে নরেন্দ্র মোদীর অবদান অফুরন্ত। সেই কারণেই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম বলেন রাষ্ট্রপতি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আহমেদাবাদ দেশের খেল নগরী হিসেবে একদিন পরিচিতি পাবে।