মুকুল কাদের, শুনানি শেষ
-
-
- May 12, 2022 23:27 [IST]
- Last Update: May 13, 2022 03:00 [IST]
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে। শুনানি হয় বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির ঘরে। তবে এদিন রায় দান স্থগিত রেখেছেন অধ্যক্ষ। জানা গেছে, শীঘ্রই রায় দেওয়া হবে। প্রসঙ্গত, মুকুল রায়কে অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচন করার পরই তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়ে অধ্যক্ষ জানিয়েছিলেন, মুকুল রায় বিজেপিতেই আছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হবে না।
ওই রায়ের পর আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালত, অধ্যক্ষকে তাঁর রায়কে পুনর্বিবেচনা করার নির্দেশ দেয়। সেই মোতাবেক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দ্বিতীয় দফার শুনানি চলছে। এদিন সেই শুনানি ছিল। উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষ হয়েছে। অধ্যক্ষ জানান, আদালত রিমাইন্ডার পাঠিয়েছিল, তা আইন মেনেই দেখা হবে।