১২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তারি স্থগিত আনন্দ তেলতুম্বের
-
গণশক্তির প্রতিবেদন
- Feb 05, 2019 18:21 [IST]
- Last Update: Feb 05, 2019 18:27 [IST]
১২ ফেব্রুয়ারি পর্যন্ত অধ্যাপক আনন্দ তেলতুম্বে-কে গ্রেপ্তার
করা হবে না। মঙ্গলবার মুম্বাই হাইকোর্টকে একথা জানালো পুণে পুলিশ। পুণে পুলিশের আইনজীবী
অরুণা পাই একথা জানান আদালতকে। অরুণা পাই-কে তেলতুম্বের আগাম জামিনের আবেদন নাকচ করার
মতো নথিপত্র জোগাড় করার নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। আনন্দ তেলতুম্বেকে
গত সপ্তাহে মুম্বাই বিমানবন্দর থেকে ভীমা কোরেগাঁও-এলগার পরিষদ যোগসাজসে গ্রেপ্তার
করে পুণে পুলিশ। পরে তাঁকে হস্তান্তরিত করা হয় মুম্বাই পুলিশের হাতে। ঘটনায় তিনি আদালতের
কাছে অগ্রিম জামিনের আবেদন করেছিলেন।