মিছিল,সভায় জম্মু-কাশ্মীরে গণতন্ত্র হত্যার প্রতিবাদ উত্তরবঙ্গে
-
নিজস্ব প্রতিনিধি
- Aug 06, 2019 13:05 [IST]
- Last Update: Aug 06, 2019 03:00 [IST]
শিলিগুড়ি, ৫আগস্ট— সংবিধানের ৩৭০ধারা বাতিল,বিরোধী নেতাদের গৃহবন্দী করে জম্মু-কাশ্মীরের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার প্রতিবাদে বামপন্থী দলগুলির ডাকে শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে প্রতিবাদ সভা ও মিছিল হয় সোমবার। এদিন বিকালে শিলিগুড়ির হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে হাসমিচক, সেবক মোড় হয়ে ফের অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে বক্তব্য রাখেন সিপিআই(এম)নেতা অশোক ভট্টাচার্য ও জীবেশ সরকার, সিপিআই (এমএল)’র অভিজিৎ মজুমদার। এরা ছাড়াও মিছিলে ছিলেন ফরওয়ার্ড ব্লকের অনিরুদ্ধ বসু, আরএসপি’র তাপস গোস্বামী প্রমুখ।
৩৭০ ধারা বাতিল ও জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর প্রতিবাদে সরব হলো জলপাইগুড়ি জেলা বামফ্রন্ট। সোমবার সন্ধ্যেয় শহরের কদমতলা মোড়ে জেলা বামফ্রন্টের প্রতিবাদসভা হয়। বক্তব্য রাখেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, সিপিআই (এম) নেতা কৌশিক ভট্টাচার্য, তমাল চক্রবর্তী, কৃষ্ণ সেন, প্রসেনজিৎ রায়, আরএসপি’র জেলা সম্পাদিকা ছায়া রায়, পরিতোষ ঘোষ, ফরওয়ার্ড ব্লক নেতা গোবিন্দ রায় প্রমুখ। সভা পরিচালনা করেন সিপিআই নেতা রণগোপাল ভট্টাচার্য। সভায় বক্তারা কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। জেলার অন্য জায়গায়ও প্রতিবাদ মিছিল হয়। ধূপগুড়ি পার্টি দপ্তরের সামনে থেকে প্রতিবাদ মিছিল বেরিয়ে চৌপুথি ট্রাফিক পয়েন্টের কাছে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জয়ন্ত মজুমদার, নূর আলম ও মুকুলেশ রায় সরকার।
প্রতিবাদ হয় দক্ষিণ দিনাজপুর জেলায়ও। এদিন সিপিআই(এম) কুশমণ্ডি এরিয়া কমিটির ডাকে প্রতিবাদ মিছিল হয়। মিছিলটি কুশমণ্ডি জেলা পরিষদের বাংলো থেকে বেরিয়ে মহীপাল রোড, কালিয়াগঞ্জ রোড, কুশাহরণ সহ বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে শেষে কুশমণ্ডি বাসস্ট্যান্ডের সামনে সভা হয়। বক্তব্য রাখেন গৌতম গোস্বামী, গুরুপদ রায় ও আবদুল জলিল প্রমুখ।